কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, ঈদগাঁও এলাকায় সরকারি খালের পাড় দখল করে পাকা গাইডওয়াল নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রতিবাদ জানান। পরে এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন ব্যবস্থা নেয়।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল সরেজমিনে গিয়ে খালের ওপর নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করে।
অভিযান চলাকালে এসিল্যান্ড শারমিন সুলতানা বলেন, “সরকারি খাল-নদী দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ এমন দখলচেষ্টা চালালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঈদগাঁও নদীর দুই তীর প্রভাবশালীদের দখলে রয়েছে। তবে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছে। তারা বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা গেলে নদী ও খাল রক্ষা করা সম্ভব হবে।
স্থানীয় সাংবাদিক মিছবাহ উদ্দিন বলেন, “এভাবে যদি নিয়মিত অভিযান পরিচালিত হয়, তাহলে ঈদগাঁওয়ের ফুলেশ্বরী নদী তার হারানো স্রোতধারা ও সৌন্দর্য ফিরে পাবে।”
উচ্ছেদ অভিযানে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দু জাব্বার ও ঈদগাঁও থানার ওয়ারেন্ট অফিসার আশরাফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।