ইউপি চেয়ারম্যান অপসারণ প্রশাসক নিয়োগে মিলছে না সেবা, ভোগান্তিতে জনসাধারণ 

পেকুয়া

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়ায় সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এতে করে নিয়মিত সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে আগত সেবা প্রার্থীরা। বিশেষ করে মগনামা ইউনিয়ন পরিষদে নিয়মিত সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে ঐ ইউনিয়ের আনুমানিক ১৫ হাজার জনসাধারণকে। সাধারণ মানুষের দাবী, দ্রুত প্রশাসক ব্যবস্থা বাতিল করে চেয়ারম্যান ব্যবস্থা বহাল করা হউক। 

মগনামা পরিষদে আগত সেবা প্রার্থীরা জানান, ইউনিয়ন পরিষদে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজে আসতে হয়৷ চেয়ারম্যান সনদ, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ,ওয়ারেসী সনদ, নাগরিক প্রত্যয়নপত্রসহ বিভিন্ন বিষয়ে চেয়ারম্যানের স্বাক্ষর দরকার হয়৷ কিন্তু মামলা জনিত কারণে আমাদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী কারাগারে রয়েছেন। এর আগ পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে পরিষদের যাবতীয় সেবা পেয়ে আসছি। কিন্তু গত ১৪ নভেম্বর ইউপি চেয়ারম্যান অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকে আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। একটা স্বাক্ষর নিতে দিনের পর দিন, সপ্তাহর পর সপ্তাহ অপেক্ষা করে হয়রানি হতে হচ্ছে। এর পরেও মিলছে না সেবা কার্যক্রম। সাধারণ জনগণের দাবী, দ্রুত মগনামা ইউনিয়ন পরিষদে প্রশাসক বাতিল করে ইউপি চেয়ারম্যানকে বহাল রাখা হউক। 

প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আব্দু রাজ্জাক বলেন, সেবা পাচ্ছে না কথাটি সটিক নয়। একটি মহল ষড়যন্ত্র মুলক অপপ্রচার চালাচ্ছে। তবে কাগজপত্রে জঠিলতা থাকলে সেটিতে বিলম্ব হচ্ছে। আমরা চেষ্টা করছি সেবা প্রার্থীরা যাতে কোন হয়রানির শিকার না হয়। 

মগনামা ইউনিয়ন পরিষদের নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমকে একাধিক বার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি কল না ধরাতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।