অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে : হামিদুর রহমান আযাদ

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, “নির্বাচনকে ঘিরে একাধিক স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে দৃঢ় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়—সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সব কেন্দ্রে সম্ভব না হলে অন্তত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসিটিভি স্থাপন করা জরুরি।” একই সঙ্গে মাগুরায় সিসিটিভি স্থাপনের পর তা ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে হামিদুর রহমান আযাদ বলেন, “দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করাও অপরিহার্য।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “দেশের জন্য স্বাধীন গণমাধ্যম প্রয়োজন- এটি শুধু কথায় নয়, কার্যকরভাবে দেখতে চান তারা। নির্বাচনের সময় জনগণ যেন সঠিক তথ্য পায় এবং ভোট প্রক্রিয়া স্বচ্ছ থাকে, সে জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

সংবাদ সম্মেলনে তিনি আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের নির্বাচনী সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং সফরটি সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা সেক্রেটারি আ.ন.ম হারুন প্রমুখ।