Gmail ব্যবহার করছে 1.8 Billion মানুষ।
কিন্তু মাত্র 2% মানুষ আসলেই এটাকে স্মার্টভাবে ব্যবহার করতে পারে।
এখানে রইলো ১০টা Gmail Hack, যা হয়তো আপনি জানেন না:
1. Undo That Email You Just Sent!
কিভাবে করবেন:
Settings icon (উপরে ডান পাশে) ক্লিক করুন।
Settings > General যান।
‘Undo Send’ অন করুন।
Timer 30 seconds দিন।
ভুল করে পাঠানো মেইল সহজেই ফিরিয়ে আনতে পারবেন!
2. Clear Out Promotional Emails!
ধাপগুলো:
Gmail-এ “unsubscribe” লিখে সার্চ করুন।
সব মেইল সিলেক্ট করুন।
Delete ক্লিক করুন।
এক মিনিটেই ইনবক্স ঝকঝকে!
3. Send a Confidential Email
মেইলকে কপি, প্রিন্ট বা ফরওয়ার্ড থেকে প্রটেক্ট করুন।
কিভাবে: নতুন মেইল লেখার সময় padlock icon ক্লিক করুন।
আপনার মেসেজ থাকবে প্রাইভেট ও সিকিউর।
4. Check Gmail Offline!
ধাপগুলো:
Gmail-এ লগইন করুন।
Gear icon (Quick Settings) ক্লিক করুন।
“See All Settings” > “Offline” tab যান।
Offline access Enable করে Save করুন।
ইন্টারনেট ছাড়াও ইমেইল চেক করতে পারবেন!
5. Fixer AI – Gmail বা Outlook এর জন্য AI assistant
→ Email ও meetings অটোমেট করুন, দিনে প্রায় ৬০ মিনিট সময় বাঁচান।
→ Smartভাবে manage করুন—messages prioritize, auto draft।
→ Productivity বাড়াতে দারুণ হেল্পফুল।
6. Schedule Your Email for Later!
ধাপগুলো:
Compose করুন।
Send বাটনের পাশে ছোট Arrow ক্লিক করুন।
‘Schedule Send’ সিলেক্ট করুন।
আপনার Date & Time দিন।
এখন থেকে যেকোনো সময়ে মেইল শিডিউল করে রাখতে পারবেন।
7. Snooze Emails for Later!
এখন পড়তে চান না? Snooze করুন:
Email-এর পাশে clock icon ক্লিক করুন।
কতক্ষণ পরে দেখতে চান সেট করুন।
নির্ধারিত দিনে আবার inbox-এ
8. Organize Your Emails with Labels
Labels দিয়ে সহজে মেইল ম্যানেজ করুন:
Work, Personal, Travel ইত্যাদি কাস্টম Label বানান।
Toolbar থেকে “Labels” বাটন ক্লিক করুন।
যেটা মানায় সেটি সিলেক্ট করুন।
ইনবক্স সাজাতে আর ঝামেলা হবে না।
9. Create Custom Email Templates
সময় বাঁচাতে নিজের Template বানান:
Compose ক্লিক করে লিখুন।
3-dot menu > Templates যান।
“Save draft as template” > “Save as new” ক্লিক করুন।
একবার লিখে রাখুন, বারবার ব্যবহার করুন।
10. Use Keyboard Shortcuts to Save Time
সময় বাঁচান Shortcuts দিয়ে:
Settings > All Settings যান।
General থেকে Keyboard Shortcuts “On” করুন।
সব Shortcuts দেখতে Gmail-এ Shift + ? চাপুন।
দ্রুত কাজ শেষ করুন, ঝামেলা ছাড়াই!
Source: The Tech Enthusiast