মিজানুর রহমান মিজান; টেকনাফ সংবাদদাতা :
বর্তমান সময়ে পর্যটন শিল্প দেশের জন্য অগ্রাধিকার প্রকল্প না হলেও কক্সবাজার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
আজ বিকেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজার টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কের উন্নয়ন ও অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, ট্যুরিজম পার্কের কাজ দ্রুত চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এগুলোর জন্য স্থাপনা ও ফ্যাসিলিটিস গুলো তৈরি করে দেওয়া হচ্ছে যেন দ্রুত সময়ে এর কার্যক্রম শুরু হতে পারে।
বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দয়ানন্দ দেবনাথ বলেছেন, বঙ্গোপসাগরের ঢেউয়ের কারণে যে ভাঙন হচ্ছে তা বন্ধ করার জন্য স্থায়ী বাঁধ ছাড়াও এই ট্যুরিজম পার্কে বিদ্যুৎ লাইন, ড্রেনেজ সিস্টেম, পানির সাপ্লাই নেটওয়ার্কসহ উন্নয়ন প্রকল্প তৈরি করে সরকারের অনুমোদনের অপেক্ষায় আছি। সরকারের অনুমোদন পেলেই ফ্যাসিলিটিসের কাজ শুরু হয়ে যাবে।
এ সময় উপস্থিত, বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দয়ানন্দ দেবনাথ, জয়েন সেক্রেটারি মোস্তফা কামাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড মো. আবু রায়হান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, কক্সবাজার এডিসি রাজস্ব, ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ জেলা ও উপজেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেকনাফের সাবরাং সমুদ্রের তীরে ৯৬১ একর জমিতে গড়ে তুলা হচ্ছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। এরই মধ্যে দেশি-বিদেশি ২৩ টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়া হয়েছে ১১২ দশমিক ২৯ একর জমি।