টেকনাফে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পানের বরজ; বিপর্যয়ের মুখে চাষীরা
তারেকুর রহমান, কক্সবাজার || টেকনাফ উপজেলায় অনিয়মিত বৃষ্টিপাত ও প্রবল বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক’শ পানের বরজ। প্রাকৃতিক দুর্যোগের এ থাবায় পানচাষীরা পড়েছেন আর্থিক সংকটে। টেকনাফের মাথাভাঙ্গা এলাকার পানচাষি মোস্তাফিজুর রহমান বলছিলেন “২ লাখ ৮০ হাজার টাকা খরচ করে পানের বরজ করেছিলাম, কিন্তু দমকা হাওয়া আর অতিবৃষ্টিতে সব হেলে পড়েছে, পানি জমে গাছ পচে গেছে”। […]
আরো পড়ুন