চট্টগ্রাম মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম রাজনীতি

চট্টগ্রাম সংবাদদাতা:

শৃঙ্খলা ও আনুগত্যের মাধ্যমে দ্বীনি দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী।

গত কাল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দেওয়ান বাজারস্থ কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমীর বলেন, সংগঠনের মূল উপাদান হচ্ছে আনুগত্য, শৃঙ্খলা ও আনুগত্যের মাধ্যমেই দ্বীনি দায়িত্ব পালন করতে হবে। যে সংগঠনে আনুগত্য নেই, সে সংগঠনে শৃঙ্খলা নেই। আনুগত্যহীন সৈন্যবাহিনী কোনো যুদ্ধে সফলকাম হতে পারে না। অনুরূপভাবে আনুগত্যহীন জাতি রাখালবিহীন মেষপালের ন্যায়; যাদের ধ্বংস অনিবার্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ পরিষদের সহকারি সেক্রেটারি শফিউল আলম ছোবাহানী, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মুহাম্মদ আলীসহ মহানগরীর বিভিন্ন থানা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।