কুতুবদিয়ায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স ভেজড গ্রান্ডস ফর সেকেন্ডারী এডুকেশন”স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইসএসসি (বিএমটি) এবং আলীম পরীক্ষায় কুতুবদিয়া উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এতে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুল আলম, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক হায়দার সোহেল, উত্তরণ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বাতেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পুরস্কারের জন্য নির্বাচিত ৩১ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।