টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
৬ আগস্ট (মঙ্গলবার) রাত ২ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার একটি ইটভাটায় অস্ত্র কেনা-বেচার সময় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ২টি সন্ত্রাসী গ্রুপের মধ্যে অস্ত্র ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বাংলাদেশ নৌবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে গেলে নৌবাহিনীর একটি সোয়াস দল পুকুরে তল্লাশি করে ২টি পিস্তল, ১টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা গোলা, ১৪ রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এবং ১টি ধারালো অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র-গুলি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশি কয়েকটি সন্ত্রাসী দল টেকনাফ এলাকায় মাদক পাচার, মানব পাচার, অপহরণ ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।