নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমারের ভেতরে পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক বাংলাদেশি পাহাড়ি নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আওতাধীন নিকুছড়ি সীমান্তের ৪১-৪২ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায়, প্রায় ৪০০ মিটার মায়ানমারের ভেতরে বিস্ফোরণটি ঘটে।

আহত লাকি সিং সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় কারবারি সুমংয়ের মেয়ে। স্থানীয়রা জানান, তিনি বাঁশকোরল সংগ্রহের জন্য সীমান্ত পেরিয়ে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এসময় ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।

ঘটনাস্থলটি বর্তমানে মায়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র নিয়ন্ত্রণে থাকা অংজান ক্যাম্প এলাকার অন্তর্ভুক্ত। ধারণা করা হচ্ছে, সশস্ত্র গোষ্ঠীটি পূর্বে পুঁতে রাখা মাইন থেকেই এই বিস্ফোরণ ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় লাকি সিংকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’