টেকনাফে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

টেকনাফ

টেকনাফ প্রতিনিধি:::

তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত রাখার তাগিদে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে প্রতিপাদ্য করে তারুণ্যের উৎসব- ২০২৫ এর অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশ্যান (ইপসা) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ১০ কিলোমিটারের এ ম্যারাথন প্রতিযোগিতায় ৪১ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইউসুফ জালাল (১০৭৫)।

আজ সকাল সোয়া ৮টায় টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ে মাঠ থেকে দৌড় শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়কের সাবরাং জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন টেকনাফ উপজেলার ১০০জন তরুণ।

এর আগে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন। এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফ উল্লাহ নেজামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ইপসার প্রকল্প সমন্বয়কারী রাশেদুল করিম উপস্থিত ছিলেন।