Two were arrested with foreign pistols and sharp weapons

বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার দুই

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ধারালো অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির পাহাড়তলী থানা পুলিশ।

গতকাল ১৩ ডিসেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাহাড়তলীর আব্দুল লতিফ সড়কের মাইট্টাইল্যা গলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পূর্বের টাকাপয়সা লেনদেনের সূত্র ধরে পাহাড়তলী ও হালিশহর থানার সীমানাসংলগ্ন পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি জাবেদের দোকানের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়তলী থানার জাবেদ গ্রুপ এবং হালিশহর থানার মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এমন সংবাদের ভিত্তিতে থানা এলাকার মোবাইল ডিউটিতে নিয়োজিত টিম ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় টহল টিমের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে মো. আলী (২৪) ও মো. সুজন (২৪)-কে আটক করে।

এ সময় গ্রেফতাকৃতদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড় উদ্ধার করা হয়।