৭৯ জন জেলে-নাবিকসহ ২টি বাংলাদেশি ফিশিং জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।

রোববার (৮ ডিসেম্বর) মধ্যরাতে বঙ্গোপসাগরের খুলনা অঞ্চলে মাছ ধরার সময় এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের ফিশিং ভ্যাসেল দুটি ধরে নিয়ে যায় বলে নিশ্চিত করে সামুদ্রিক মৎস্য দপ্তর ও জাহাজ মালিক পক্ষ।
এফভি মেঘনা-৫ফিশিং জাহাজের মালিক এম এ ওয়াহেদ জানান, ঘটনা জানার পর থেকে ট্রলারগুলোকে ফেরত আনার চেষ্টা করছেন তারা। জাহাজগুলো ভারতীয় কোস্টগার্ড কেন নিয়ে গেছে এ সম্পর্কে কিছুই জানতে পারেনি তারা। তবে খবর পেয়ে তারা বাংলাদেশের মাধ্যমে প্রটোকল অনুযায়ী যোগাযোগ শুরু করেছেন।

ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারি কোনও কর্তৃপক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। মালিক পক্ষ আশা করছেন দ্রুত সময়ের মধ্যে জাহাজ দুটি কেন নিয়ে যাওয়া হয়েছে বিস্তারিত জানা যাবে। তবে জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত হয়েছেন জাহাজ মালিক কর্তৃপক্ষ।

এ বিষয়ে লায়লা গ্রুপের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিন্টু কুমার সাহা জানান, আজকে সকাল ১১টা নাগাদ জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড তাদের সাথে কোন রকম খারাপ আচরণ করেননে। যেহেতু মোবাইল নেটওয়ার্ক নাই তাই যোগাযোগ একটু কঠিন হলেও আমরা নিয়মিত খবর রাখছি। তিনি জানান আমরা খবর পেয়েছি জাহাজ দুটিকে উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

২৪ নভেম্বর এফবি মেঘনা-৫ ও ২৭ নভেম্বর এফভি লায়লা-২ মাছ ধরতে সাগরে পাড়ি দেয়। জাহাজ দুটিতে প্রায় ২ কোটি টাকা মূল্যের মাছ আহরণ করা হয়েছে দাবি তাদের।

এদিকে সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার নিশ্চিত করেছেন জাহাজ দুটি বাংলাদেশের জলসীমানাতেই মাছ ধরছিল এবং জাহাজ দুটিকে ফেরত আনতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বয়ে কাজ করছে সরকার।