কুতুবদিয়ায় আগাম সবজি চাষে কৃষকেরা: সবজির দাম ও সংকট কমার আশা

কক্সবাজার কুতুবদিয়া
আবুল কাশেম, কুতুবদিয়া(কক্সবাজার)
কক্সবাজারের কুতুবদিয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক। চলতি বছরে অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা পুষিয়ে নিতে আগাম সবজি চাষে ঝুঁকছেন। এতে অল্প কিছুদিনের মধ্যে উৎপাদিত সবজি বাজারে চলে যাবে এবং শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে চাষ করা সবজির মধ্যে রয়েছে বেগুন,টমেটো, মুলা, সিম,মরিচ, ফুলকপি,বাধাকপি, বিভিন্ন প্রকার শাকসহ হরেক রকমের সবজি। কৃষকদের মধ্যে কেউ জমি তৈরি করছেন, কেউ জমিতে বীজ বা চারা রোপণ করছেন। কেউ আবার জমিতে গজিয়ে ওঠা সবজির গাছের পরিচর্যা করছেন। সব মিলিয়ে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন।
কৃষক আবদুস সালাম জানান, মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে সবজির চাষা মারা গেছে, আবার নতুন ভাবে চারা রোপন করতে হওয়ায় বাড়তি ব্যায় হয়েছে। ভাল ফলন ও দাম পেলে লাভবান হতে পারবেন বলে তিনি জানান।
কৃষকরা জানান, আমাদের এই আগাম সবজি বাজারে উঠার পরই কমে যাবে সবজির দাম। একই সঙ্গে বাজারে সবজির সংকটও কেটে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,
আবহাওয়া অনুকূলে থাকলে এবারও কুতুবদিয়ায় সবজির বাম্পার ফলন হবে। এর ফলে বাজারে সবজির সংকট কেটে যাবে, একই সঙ্গে দামও ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে মনে করেন তিনি।
এ বছর উপজেলায় ২৭০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া ভাল থাকলে সাড়ে ৭ হাজার মেট্রিকটন সবজি উৎপাদনের আশা সংশ্লিষ্টদের।