কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ডব্লিউএফপি এর অর্থায়নে ব্র্যাক কতৃক বাস্তবায়িত “ক্যাপাসিটি স্ট্রেন্থিং এন্ড বিল্ডিং রেজিলিয়েন্স অব লোকাল কমিউনিটি” প্রকল্পের আওতায় আজ “বিশ্ব খাদ্য দিবস ২০২৪” পালিত হয়েছে।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রথমেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন স্টল উদ্বোধন করেন ও উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন।
“কাউকে পশ্চাতে রেখে নয়, উন্নত জীবন এবং উন্নত ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে ব্র্যাক এর আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্টল উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, মিডিয়া প্রতিনিধি আবুল কাশেম এবং এপেক্স কমিটির সভাপতি, সেক্রেটারি ও ক্যাশিয়ার।
এ সময় বক্তারা বলেন “নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি, কুতুবদিয়ার নারীদের দক্ষতা তৈরিতে উক্ত প্রকল্প যথাযথ ভূমিকা রেখে চলছে, এছাড়াও নিরাপদ খাদ্যের যোগান দিচ্ছে, “
ব্র্যাকের প্রতিনিধি ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মোঃ পলাশ মাহমুদ প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে প্রেজেন্টেশন এ তুলে ধরেন, কুতুবদিয়ার ছয়টি ইউনিয়নে ৮৫টি দলের ২০৮৪জন সদস্যের দলীয় এবং ব্যক্তিগত ব্যবসা অব্যাহত রয়েছে যা কৃষি, কেঁচো কম্পোস্ট, লাইভস্টক, মৎস্য চাষ, কাপড়-মুদি ও অন্যান্য। এছাড়াও ৬টি ইউনিয়নে ছয়টি নার্সারী, ২টি ডেমো প্লট, ৬০জন লিড ফার্মার ও ৬০জন ভ্যাক্সিনেটর রয়েছে। যা কুতুবদিয়ার অতিদরিদ্র নারীদের জীবন-মান উন্নয়নে ভূমিকা রেখে চলছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাউকে পিছিয়ে রাখা যাবে না, ব্র্যাকের উক্ত প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়া উপজেলার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারে উন্নয়ন সাধিত হচ্ছে যেখানে উপজেলা কৃষি অফিস সার্বিক সহযোগিতা করছে, আগামীতে কুতুবদিয়ার আরও বেশী মানুষকে এই সহযোগিতার আনার জন্য সুপারিশ করছি। এছাড়াও তিনি বলেন, আজ স্টলে ফ্রেশ সবজি ও কেঁচো কম্পোস্ট দেখে আমি অবিভূত। আপনারা আগামী দিনে আরও বেশি লিংকেজ করবেন স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে তাহলে আরও বেশি ভালো কাজ অন্যদের মধ্যে বিস্তার ঘটবে।
অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, এপেক্স কমিটির প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, ব্র্যাকের প্রতিনিধি এবং অন্যান্য সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।