কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের উপকূলীয় চৌফলদণ্ডীতে প্যারাবনের পাঁচ হাজারের অধিক বাইন ও কেওড়া গাছ কেটে প্রায় ২০ একর জমিতে চিংড়ি ঘের তৈরির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ।
রোববার (৪ জানুয়ারি) কক্সবাজার বন আদালতে এ মামলা করেন উপকূলীয় বন বিভাগের পোকখালী বিট কর্মকর্তা মৃণাল চন্দ্র ভাওয়াল।
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এমএ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের পশ্চিমপাড়ার মোহাম্মদ শাহজাহান, আবুল কাশেম, মোহাম্মদ শাহজাহান মেম্বার, মোহাম্মদ আলম, জসিম ওরফে মিয়া ও শামসুল আলম।
চৌফলদণ্ডী এলাকার একাধিক বাসিন্দা জানান, মোহাম্মদ শাহজাহান, আবুল কাশেম ও শাহজাহান মেম্বারের নেতৃত্বে কয়েকদিন আগে থেকে চিংড়ি ঘের তৈরির জন্য গাছ কেটে সরকারি জমি দখলের চেষ্টা করছেন অভিযুক্তরা।












