নিজস্ব প্রতিবেদক :
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে—এমন বার্তা সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে দেশব্যাপী চলছে প্রচার-প্রচারণা।
এরই ধারাবাহিকতায় আজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ভোটারদের অংশগ্রহণ ও দায়িত্বশীল ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে ভোটারদের সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।












