নিজস্ব প্রতিবেদক ।।
চট্টগ্রামের বাকলিয়া এলাকার মেরিন ড্রইভের একটি ময়লার স্তুপ থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত কাল সোমবার রাতে ৯টার দিকে মেরিন ড্রাইভ রোডের উত্তর পাশে সিরাজ জমিদারের বাড়ির সামনের ময়লা স্তুপ থেকে ২ টি ব্রাজিলের তৈরি তরাস ৯ এমএম সচল পিস্তল, ১ টি ইংল্যান্ডের ওয়েবলীর তৈরি রিভলবার এবং ৩০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো জব্দ তালিকা মূলে পরবর্তী আইনগত ব্যবস্থা করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত দুইটি পিস্তল ও গুলি গত ৫ আগস্ট কোতোয়ালী থানার অস্ত্রাগার হতে লুন্ঠিত অস্ত্র-গুলি এবং অপর একটি রিভলবার সিএমপির যেকোনো থানার মালখানা হতে লুণ্ঠিত অস্ত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।