৪ লাখ কেজি ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

একাধিকবার নিলাম করেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ৭০ লাখ টাকার প্রায় চার লাখ কেজি আমদানিকৃত ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

দীর্ঘদিন স্টোরেজে থাকা ও আইনি জটিলতার কারণে বেশিরভাগ ফলই পচে গেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার সাইদুল ইসলাম জানান, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ২১টি রেফ্রিজারেটেড কন্টেইনারে কমলা, মাল্টা, মান্দারিন কমলা ও ড্রাগন ফল আমদানি করার পর বন্দরে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ফলগুলোর অবস্থা খারাপ হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ একাধিক নিলামের আয়োজন করলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়নি।

‘দীর্ঘদিন স্টোরেজে থাকা ও আইনি জটিলতার কারণে ফলগুলোর একটি বড় অংশ পচে গেছে। অবিক্রীত এসব ফল ১৮ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং সাইটে ফেলা হবে,’ বলেন তিনি।

চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী বলেন, ‘ফল নিলামে উঠলেও অনেকটাই নষ্ট হয়ে গেছে। ফল তাজা রাখতে ফ্রিজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয়, এতে খরচ আরও বাড়ে।’

তিনি বলেন, আরও আগে নিলাম করলে ফলের মান ও বাজারমূল্য ভালো থাকত, নষ্ট হওয়া এবং বন্দরের খরচও কমানো যেত। তবে দেরির কারণে ফলের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ কমে গেছে।