নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজা ঘোষণার ৩০ বছর পর এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ২ টার দিকে রাউজানের সামমহার পাড়ার ছৈয়দ আহমেদের ছেলে আবু হাহেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ওয়েরেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী ১৯৯৬ সালে সংঘটিত একটি হত্যা মামলায় আসামী আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৩য় আদালত। দণ্ডাদেশের পর থেকে আসামী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পলাতক ছিলেন।












