নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের সময় হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবাসহ দুইজনে আটক করেছে।
আটককৃতরা হলেনউখিয়া উপজেলার বাসিন্দা জাহেদ আলমের ছেলে মোহাম্মদ শাকিল (১৯) এবং সামসুল আলমের ছেলে মোঃ শামীমুল ইসলাম (২০)।
বিজিবি জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে হোয়াইক্যং উনচিপ্রাং এলাকা থেকে পালংখালীগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং বিওপি চেকপোস্টের নিকট আসলে, কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলের পেছনের আরোহী মোহাম্মদ শাকিলের প্যান্টের বাম পকেট থেকে টিস্যু দিয়ে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা যোগসাজশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো বহন করছিল। মোটরসাইকেলটি তল্লাশি করেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়ন রামু সেক্টরের অধীনে থাকা উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে সফলতা অর্জন করে আসছে। এসব অভিযানে টেকনাফ ও উখিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।












