কক্সবাজার প্রতিনিধি
অবশেষে কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। পর্যটন কর্পোরেশনের কক্সবাজার শাখার উদ্যোগে সৈকতের বালিয়াড়ি এলাকায় দীর্ঘ বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু হলে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়।
শুক্রবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণ সামগ্রী সরিয়ে কাজ গুটিয়ে নেন।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৭টায় হোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সৈকতের প্রাকৃতিক বালিয়াড়ি উন্মুক্ত রাখার দাবি জানিয়ে বাউন্ডারি নির্মাণ বন্ধের আহ্বান জানান।
বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ বিন আবদুল্লাহ ম্যাক্স, গ্রীন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন ও কামাল উদ্দিন কামাল, ভয়েস জেলা সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ, গ্রীন ভয়েস শহর কমিটির সভাপতি শেখ আবরার, আল সুমায়েত ও আজমাইন হামীম।
এছাড়া সংহতি প্রকাশ করেন হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, শতায়ু পরিষদের সভাপতি আব্দুল্লাহ খান, নুরুল কবির ও দোকান মালিক ফেডারেশনের নেতা মোস্তফা কামাল।
বক্তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, রবিবার জেলা প্রশাসকের মাধ্যমে পর্যটন উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে। সোমবার বালিয়াড়ি এলাকা সরেজমিনে পরিদর্শন এবং মঙ্গলবার বাপা জেলা কার্যালয়ে (জনকণ্ঠ অফিসে) পরিবেশবাদী সংগঠনগুলোর নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে বালিয়াড়ি রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বাপা সভাপতি এইচ এম এরশাদ।

 
	










