কক্সবাজার প্রতিনিধি :
সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে নাফ নদীতে একটি স্পিডবোট উলটে গিয়ে এক শিশুসহ মারা গেছেন দুইজন।
শনিবার ১ ডিসেম্বর সকাল ১১টার দিকে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ ও শিশুসহ ৭ জন যাত্রী ছিলেন। স্পিডবোট চালক মো. আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে। তবে হাসপাতালে নেওয়ার পর শিশুসহ দুইজনকে মৃত ঘোষোণা করেন কর্তব্যরত চিকিৎসক।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমা (৫) হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
সাগর উত্তাল থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।












