সেন্টমার্টিন চ্যানেলে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন চ্যানেলে একটি ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৬৮৭টি কোরাল মাছ। মাছগুলো বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়।

বুধবার (৭ জানুয়ারি) সকালে সেন্টমার্টিন চ্যানেলের মৌলভীর শীল এলাকায় মাছগুলো ধরা পড়ে। পরে বিকেলে মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন একটি ট্রলারে করে মাছগুলো শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে নিয়ে আসেন জেলেরা।

ট্রলারমালিক মোহাম্মদ জাকারিয়া জানান, মঙ্গলবার দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করে। মাঝি আবুল কালামসহ ট্রলারে নয়জন মাঝিমাল্লা ছিলেন। সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে নোঙর করে জাল ফেলেন তারা। বুধবার সকালে জাল তুলতেই ধরা পড়ে বিপুল পরিমাণ লাল কোরাল মাছ।

তিনি আরও জানান, ৬৮৭টি মাছ মণ হিসেবে ধরে প্রতি মণ ২৪ হাজার টাকা দরে ১২ লাখ টাকা দাম হাঁকা হলেও দর কষাকষির মাধ্যমে মণপ্রতি ২৩ হাজার টাকা দরে ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে সংরক্ষণ করা হয়েছে। পরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাঠানো হবে। গভীর সমুদ্রের এই কোরাল বা ভেটকি মাছ সুস্বাদু হওয়ায় দেশজুড়ে এর চাহিদা বেশি থাকায় দামও তুলনামূলকভাবে বেশি।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, লাল কোরাল গভীর সমুদ্রের মাছ এবং সেন্টমার্টিন চ্যানেলে এ ধরনের মাছ তুলনামূলক বেশি ধরা পড়ে। দীর্ঘদিন পর সাগরে আবার ভালো মাছ ধরা পড়ছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ সিনিয়র মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা বলেন, লাল কোরাল একটি সুস্বাদু ও মূল্যবান মাছ। সাধারণত এক থেকে নয় কেজি ওজনের এই মাছ বঙ্গোপসাগরের গভীর পানিতে পাওয়া যায়।