কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের পূর্বে বাংলাদেশ-মিয়ানমার জলসীমা এলাকায় মাছ ধরার সময় ৯ জন বাংলাদেশি জেলেসহ দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের প্রায় দুই কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন, মো. রাশেদ (২৫), মো. আব্দুল্লাহ (৩০), মো. আনোয়ার (৩০), মো. ইব্রাহিম (১৯), মো. মঞ্জুর আলম (৩৫), মো. ওমর ফারুক (২০), মো. কবির আহমেদ (৫৫), মো. জাফর আলম (২০) ও মো. জসিম (১৮)। সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা।
শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিম বোটঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়। নৌকা দুটি শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা রাশেদ ও আব্দুল্লাহর মালিকানাধীন। মাছ ধরার একপর্যায়ে স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নৌকাসহ ধরে নিয়ে যায়।
এ ঘটনায় আটক জেলেদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা দ্রুত তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, আরাকান আর্মির হাতে ৯ জন বাংলাদেশি জেলে আটক হওয়ার বিষয়টি অবগত হয়েছি। কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।












