সেন্টমার্টিনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

টেকনাফ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:::

প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ ৩০ জুলাই বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করে হয়েছে।

চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার এর তত্ত্বাবধানে, ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন এর সার্বিক ব্যবস্থাপনায় সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দ্বীপের কয়েকশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের করণে ভারী বর্ষণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এতে দ্বীপের জনমানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। ফলে বেশ কিছু পরিবারের দৈন্দিন আয় বন্ধ হয়ে যায় এবং খাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির সংকট দেখা দেয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন অসহায় পরিবারগুলোর মাঝে বিনামূল্যে ত্রাণ সহায়তা প্রদান কর হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা প্রশমনে কাজ করে থাকে। ভবিষ্যতেও নৌবাহিনীর এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।