নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় গরীব ও দুঃস্থ-শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন ( ৬৪ বিজিবি )।
শনিবার (১০ জানুয়ারি) সকালে খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খারাংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শীতার্ত ৩০০ জন মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করেন, ৬৪ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. মাসুদ রানা।

৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে অর্পিত দায়িত্বের পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবি’র উপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।












