কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি “সিপিপি স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার-২০২৪”এ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক মো: ওসমান ও ডেইজি আকতার।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে ২৪ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাস্থ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়াম হলে নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদান করা হয়।
এ বছর সারা দেশের ৮০,০০০ স্বেচ্ছাসেবকের মধ্য থেকে বাছাই করে ৪২ জন নারীও ৪২ জন পুরুষকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হন মোঃ ওসমান ও ডেইজি আকতার।
মোঃ ওসমান ও ডেইজি আকতারের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সিপিপির চেয়ারম্যান হাসানুল হক।
মোঃ ওসমান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কুতুবদিয়া উপজেলার ভারপ্রাপ্ত টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, দুর্যোগে ভালো ভূমিকা রাখার জন্য আমাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। আমি গর্বিত যে আমার কাজে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।