নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে সিটি কর্পোরেশন মিডওয়াইফারি ইনস্টিটিউটের নবীন প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বেলা ১১ টার দিকে ফিরিঙ্গি বাজারস্থ মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ লক্ষ্মী দত্ত রায়ের সভাপতিত্বে, অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন চক্রবর্ত্তী, বিশেষ অতিথি ছিলেন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ডা. তপন চক্রবর্ত্তী বলেন, প্রশিক্ষনার্থীরা সঠিক সময়ে, হাতে কলমে হাসপাতালে সেবার মাধ্যমে নিয়মিত প্রশিক্ষনের উপর গুরুত্ব দিয়ে এই কাজটি যেন মানবতার সেবায় নিজেদের উৎস্বর্গ করতে পারে সে বিষয়ে প্রতিষ্ঠানকে দায়ীত্ব নিয়ে কাজ করতে হবে।