নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর বেতন স্কেলে বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ ও গেইট মিটিং করেছে শ্রমিক ও কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত আনোয়ারা উপজেলার সিইউএফএল এর প্রধান ফটকে শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে অনুষ্ঠিত এ বিক্ষোভে বক্তারা দাবি করেন, একই কারখানার জন্য দুটি পৃথক বেতন কাঠামো চালু থাকায় শ্রমিকদের সাথে বৈষম্য করা হয়েছে। এছাড়া কারখানার গ্যাস সরবরাহ পুনরায় চালু করে সার উৎপাদন অব্যাহত রাখার দাবি জানিয়ে বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তারা তাদের অধিকার নিশ্চিত করার লড়াই ও কারখানাকে পুনরুৎপাদনে নিতে সকল প্রচেষ্টা চালিয়ে যাবেন।
কারখানার মাস্টার অপারেটর সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম, সহসভাপতি হারুনুর রশীদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলম মজুমদার, সিইউএফএল এমপ্লয়িজ ক্লাবের সভাপতি ফরিদুল আলম চৌধুরী, শ্রমিক নেতা জালাল আহম্মদ, মো. আনিসুর রহমান জুয়েল ও মাহমুদুল হাসান ডালিম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা শ্যামল কান্তি নাথ।
সিইউএফএলের সূত্রে জানা যায়, দৈনিক ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম কারখানাটি গ্যাসের অভাবে বন্ধ হয়ে যায় চলতি বছরের ১১ এপ্রিল।
এবিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, “বেতন বৈষম্যের বিষয়ে শ্রমিকদের বিক্ষোভের খবর আমরা পেয়েছি। বিষয়টি বিসিআইসির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।”