নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সাতকানিয়ায় চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তালিকা প্রস্তুত করার পর ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শীতার্ত মানুষের আমন্ত্রণ জানিয়ে তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, সার্জেন্ট মাহফুজ আলম ও ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।












