সাড়ে ৩ বছর পর বড়ঘোপ ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ছোটন

কুতুবদিয়া

নিজস্ব প্রতিবেদক:

ভোট কারচুপির নৌকা প্রতীকের চেয়ারম্যানকে হারিয়ে মামলায় জিতে সাড়ে ৩ বছর পর কুতুবদিয়া বড়ঘোপ ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন।

সোমবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন নতুন চেয়ারম‌্যান‌কে শপথ বাক্য পাঠ করান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০২১ সালের স্থানীয় নির্বাচনে বড়ঘোপ ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম সরকারি দলের প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্ধি প্রার্থী আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন দুটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করেছিলেন।

প্রায় সাড়ে ৩ বছর পর মামলায় ভোট পূণ:গননায় নৌকা প্রতীকের চেয়ে ১৮৯ ভোট বেশি পায় ঘোড়া প্রতীক। ফ‌লে গত ১৪ আগষ্ট নির্বাচন কমিশন আওয়ামীলীগের প্রার্থী বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালামের ২০২১ সালের ঘোষিত রায় বাতিল করে ছোটনকে চেয়ারম্যান ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: নুরুল ইসলাম বলেন, ১ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে বড়ঘোপ ইউপির চেয়ারম্যান হিসেবে আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন শপথ নি‌য়ে‌ছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, বড়ঘোপ ইউনিয়ন পরিষদে সহকারি কমিশনার(ভূমি) মো. সাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করছেন।