সাগরে গোসলে নেমে অল্পের জন্য বেঁচে গেল ৫ পর্যটকের প্রাণ

কক্সবাজার

তারেকুর রহমান, কক্সবাজার ||

কক্সবাজার বেড়াতে এসে প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন লক্ষ্মীপুর সদরের পাঁচ কিশোর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইনানী সমুদ্রসৈকতে গোসলে নামলে স্রোতের টানে তারা ভেসে যাচ্ছিলেন।

এ সময় সৈকতে দায়িত্বে থাকা কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন দ্রুত নৌকা নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন।

বেলাল উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ কিশোর গোসলে নামলে হঠাৎই স্রোতে ভেসে গিয়ে বিপদে পড়ে। তাৎক্ষণিক আমি নৌকা নিয়ে উদ্ধার করি। তাদের মধ্যে দুজন পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা কক্সবাজার শহরে ফিরে যান।

উদ্ধার হওয়া কিশোররা হলেন- হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টুর ছেলে হাসান (১৭), সেলিম মিয়ার ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (২০) এবং আহসান উল্লার ছেলে রবিউল (১৯)। সবাই লক্ষ্মীপুর সদরের বাসিন্দা।

ঘটনার বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেছেন বলে জানান বিচকর্মী বেলাল উদ্দিন।

সৈকতে নিয়োজিত সি-সেফ লাইফগার্ড সূত্রে জানা যায়, চলতি বছর কক্সবাজার সৈকতে গোসলে নেমে গুপ্তখালে আটকা পড়ে সাগরে ভেসে গিয়ে ইতোমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে।