সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে টেকনাফে মানববন্ধন

টেকনাফ

টেকনাফ প্রতিনিধিঃ 

আলোচিত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে গলাকেটে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে টেকনাফে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে টেকনাফ প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে টেকনাফ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফি, ও সাবেক টেকনাফ প্রেস ক্লাবের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরি বাবুল, সিনিয়র সাংবাদিক আশেকুল উল্লাহ ফারুকী, আমান উল্লাহ আমান সহ বিভিন্ন সংগঠন থেকে আগত সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা বলেন, গাজীপুরে আলোচিত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে গলাকেটে হত্যা করার দায়ে দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠিন বিচার নিশ্চিত করতে হবে। এবং সাগর-রুনী হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানোর পাশাপাশি

বক্তারা আরও বলেন, অবিলম্বে সকল খুনিদের আইনের আওতায় আনা সহ যত দ্রুত সম্ভব বিচারের দাবি জানান। এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোর ভাবে দমনের অনুরোধ করেন।

গত বৃহস্পতিবার প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ভিডিও ধারণ করায় রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ইদগাহ মার্কেটের সামনে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অস্ত্রধারীরা।