পেকুয়া প্রতিনিধি :
জাতীয় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কলেজগেইট চৌমুহনী প্রেসক্লাবের সামনে পেকুয়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক কালবেলা পত্রিকার পেকুয়া প্রতিনিধি দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় মানববন্ধন-পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়া পত্রিকার সম্পাদক ছফওয়ানুল করিম, সহ-সভাপতি ও কক্সবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনচারী, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পুর্বকোন পত্রিকার পেকুয়া প্রতিনিধি এ এম এনরান আহমেদ, সাধারণ সম্পাদক ও বিজয় টিভির পেকুয়া প্রতিনিধি এম দিদারুল করিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির চকরিয়া প্রতিনিধি মো. ফারুক।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন, জুবাইদ, জালাল উদ্দিন, সাইফুল ইসলাম বাবুল, সাজ্জাদ হোসেন, জয়নাল আবেদীন, আমিরুল ইসলাম রাশেদ, আমিনুল ইসলাম বাহার, রেজাউল করিম, সোহেল আজিম, মফিজুর রহমান, আসাদুজ্জামান অপু, গোলাম রহমান, আরকান, এইচ এম শহিদুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল্লাহ আল ফারুক, নেজাম উদ্দিন, সাইফুল ইসলাম, সাগর, ফারুকী প্রমুখ।
বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক সাংবাদিক। দায়িত্ব পালনকালে তাকে নৃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তারা আরও বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এমন হামলার শিকার না হন। আহত সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গাজীপুর চৌরাস্তার মোড়ে ভিডিও ধারণের অপরাধে একদল দুর্বৃত্ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এর আগের দিন একই এলাকায় সাংবাদিক আনোয়ার হোসেনকে একদল সন্ত্রাসী রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে মুখমণ্ডল থেঁতলে দেয়।