সন্ধ্যায় আটক করে পুলিশ; ভোরে থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

 

কক্সবাজারের চকরিয়া থানা হাজত থেকে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক স্কুল অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

 

দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

 

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম চেকসহ নগদ দুই লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের নির্দেশে দুর্জয়কে থানা হেফাজতে রাখা হয়। রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে হাজতে নিজের শার্ট গলায় পেঁচানো অবস্থায় দরজার গ্রীলে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

 

তিনি জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপারের অনুমতি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

 

এদিকে শুক্রবার সকালে থানায় অভিযানে আটক এক আসামিকে হাজতে নেয়ার সময় পুলিশ তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “রাতে আমরা এএসপি সার্কেলসহ অভিযানে ছিলাম। সকালে হাজতে দুর্জয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এদিকে দুর্জয় চৌধুরীর মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে শুক্রবার বিকেলে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1,”curves”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
বিক্ষুব্ধ জনতার অভিযোগ, দুর্জয় আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানমকে দায়ী করে তার বিচার দাবি জানান এবং এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে থানার হেফাজতে দুর্জয়ের মৃত্যুর পেছনে কারা জড়িত তা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।