নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম: শনিবার ১১ অক্টোবর, চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারীর “গাউসিয়া হক মনজিল” -এ মহাসমারোহে অনুষ্ঠিত হবে বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারী ত্বরিকা’র উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরিফ।
ওরশ উপলক্ষে কর্মসূচী-র মধ্যে রয়েছে-খতমে কোরআন, বিশ্বঅলি-র জীবনী নিয়ে আলোচনা, জিকির-আসকার ও মিলাদ মাহফিল।
আগামীকাল শনিবার বাদ ফজর, রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাতে কেন্দ্রীয় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সদারত করবেন ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারী-র প্রপৌত্র গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
দেশ–বিদেশ হতে আগত আশেক–ভক্ত ও জায়েরীনদের জন্য করা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন হয়েছে সিসি ক্যামেরা, দায়িত্ব পালন করবে অন্ততঃ সহস্রাধিক স্বেচ্ছাসেবক। এছাড়া ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।