কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় শখ করে মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যান দুই কিশোর।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনখালী খেলার মাঠের পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও নাজির হোছনের ছেলে সায়েম (১৮)।
নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ বলেন, “শুক্রবার সকালে বন্ধুর সাথে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে জানানো হচ্ছে।”
মুজিবুর রহমান বলেন, “৬ জন কিশোর সাগরে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে দুই কিশোর পানিতে ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।”