লুকানো বা রাতের অন্ধকারে নয়, নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ; চট্টগ্রামে সিইসি

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

লুকানো বা রাতের অন্ধকারে ভোট নয়। স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সিইসি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান আছে। নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে অতিরিক্ত নজরদারি।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সকাল বিভাগের শীর্ষ কর্মকর্তাসহ চট্টগ্রাম অঞ্চলের সকল সিনিয়র নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন সিইসি।

সিইসি বলেন, পাহাড়ের সমস্যা, সোশ্যাল মিডিয়াতে তথ্যের অপব্যবহার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমে সহযোগিতা দরকার। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে তথ্য গোপন করার পক্ষে নির্বাচন কমিশন নয়, এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দিবে না কমিশন। তবে সত্যতা যাচাই না করে মিথ্যা তথ্য বা অপপ্রচারে সতর্ক হওয়ার পরামর্শ সিইসির।
এ সময় এনসিপি শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবে না এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে তারা গণতন্ত্রের পথে বাধা হবে এটা আমি বিশ্বাস করতে চাই না।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনসহ বিভাগের প্রশাসন, নিরাপত্তা, নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।