রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার সফর করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি উখিয়ার বিভিন্ন ক্যাম্পে শিক্ষা, নারী উন্নয়ন ও দক্ষতা কর্মসূচি ঘুরে দেখেন।

জানা গেছে, এদিন সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান মন্ত্রী চ্যাপম্যান। পরে ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প-৭ এ যান।

প্রথমে তিনি ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ ও উপকরণ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গা নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন, সে বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন চ্যাপম্যান। পরে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সহায়তার প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন।

দুপুরে তিনি মধুছড়া এলাকায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও এলএসডিএস-এর সহায়তায় পরিচালিত সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমানকে মুঠোফোনে কল দিলে সাড়া পাওয়া যায়নি।