রামুতে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌসদস্য আটক

রামু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তি নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক দেখিয়ে নিজেকে নৌসদস্য দাবি করলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

তিনি জানান, সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে টহল কার্যক্রম জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামানো হলে যাত্রী মো. সাফায়েত উল্লাহ (২৭) কে জিজ্ঞাসাবাদে সে নিজেকে নৌবাহিনীর সদস্য দাবি করে। তার বহন করা ব্যাগে ব্যক্তিগত পোশাক আছে বলে জানানোর পরও টহল দলের সদস্যরা ব্যাগটি তল্লাশি করলে পাওয়া যায়- নৌবাহিনীর লোগোযুক্ত ৪টি টি-শার্ট, ১ সেট ট্র্যাকস্যুট, ১টি ট্রাউজার, ১টি ক্যাপ, ৪টি মাস্ক, পার্স/মানিব্যাগ, ৩টি ইনসিগনিয়া ও ১টি আইডি কার্ড কভার। এসব সামগ্রীর গভীরে বিশেষভাবে লুকানো ছিল ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ আরো জানান, আটক সাফায়েত উল্লাহ নৌবাহিনীর পরিচয়পত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন। অভিনব কৌশলে ভুয়া পরিচয় ব্যবহার করে মরিচ্যা চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করাই ছিল তার উদ্দেশ্য।

সীমান্তে মাদক, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।