কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে জমি–বিরোধকে কেন্দ্র করে সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিহারের জমিসংক্রান্ত বিরোধ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন উত্তেজনা চলছিল। এর জের ধরে স্থানীয় সমদেশ বড়ুয়া লুলুর নেতৃত্বে একটি গ্রুপ মন্দিরে হামলা চালায়। এই হামলার ভিডিও বুদ্ধ ভিক্ষু প্রজ্ঞা বিনয় থের ফেসবুক লাইভে প্রচার করলে তাৎক্ষণিক রামু থানা পুলিশ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রজ্ঞা বিনয় ভিক্ষু রামু থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সমদেশ বড়ুয়া লুলু, তার ছেলে রনি বড়ুয়া এবং মৃত সুবাস বড়ুয়ার ছেলে রনি বড়ুয়া। গ্রেপ্তার তিনজন ছাড়াও সমদেশ বড়ুয়ার মেয়ে মুন্নি বড়ুয়া ও মৃত উপেন্দ্র বড়ুয়ার ছেলে সমিরন বড়ুয়াকে এজাহারে অভিযুক্ত করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, আদালতের স্থিতি বজায় রাখার আদেশ অমান্য করে আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বিহারে প্রবেশ করে ভিক্ষুদের মারধর, বিবস্ত্র করার চেষ্টা, দুটি বুদ্ধমূর্তি, নির্মাণাধীন বিহার, চেয়ার-টেবিল ও ডেকোরেশন সামগ্রী ভাঙচুর করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি দানবক্স থেকে ১৫ হাজার টাকা লুটের অভিযোগও আনা হয়েছে। হামলায় বিহারের পরিচালক প্রজ্ঞা তাপস ভিক্ষু আহত হয়ে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
রামু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ‘জমি–বিরোধের জেরে হামলার ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ধরনের উসকানি বা অপপ্রচারের চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’











