রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার রামু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ ইউনুস (২৪) রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের ফয়েজ আহমদের বড় ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অসাবধানবশত বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

ওসি আরিফ হোসাইন বলেন, “ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি রেল পুলিশ দেখছে।”