রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

কক্সবাজার

কক্সবাজার প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের হাতে বাবুল (৩৫) নামের এক ইজিবাইক চালক খুন হয়েছেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তানের জনক।
স্থানীয়রা জানান, মরদেহের কিছু দূরে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তবে ইজিবাইকটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে বাবুলকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজন মিজান উদ্দিন বলেন, সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় বাবুল স্বাভাবিক ছিল। পরে পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে।
রামু থানার ওসি (তদন্ত) শেখ মো. ফরিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।