কক্সবাজার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন আয়োজিত ‘মেয়র–সিজেএফআরএ আন্তঃজেলা ফুটবল রেফারিজ ফুটবল টুর্নামেন্টে’ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় ফেনী ফুটবল রেফারিজ এসোসিয়েশনকে ৩–১ গোলে পরাজিত করে কক্সবাজার। দলের পক্ষে জোড়া গোল করেন ঝলমলে ফর্মে থাকা বাতু।
দিনের দ্বিতীয় খেলায় আরও একবার নিজের আধিপত্য দেখায় কক্সবাজার একাদশ। বিকেলে নকআউট পর্বে খাগড়াছড়ি ফুটবল রেফারিজ এসোসিয়েশনকে ৪–০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা। এই ম্যাচে দারুণ পারফরম্যান্সে দুইটি করে গোল করেন বাতু ও পলাশ।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় ফাইনালে শক্তিশালী চট্টগ্রাম রেফারিজ এসোসিয়েশন ফুটবল একাদশের মুখোমুখি হবে কক্সবাজার। রোমাঞ্চকর লড়াইয়ে শিরোপা জয়ের স্বপ্ন এখন বাতু-পলাশদের চোখে।
কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের এই সাফল্যে খুশি হয়ে দলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি ও কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।

 
	










