চট্টগ্রাম সংবাদদাতা ;
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গত কাল রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শহিদের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পশ্চিম মীরসরাইর শহিদের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ এবং ডাকাতি সংগঠনের কাজে ব্যবহৃত একটি হাইস গাড়িসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম খৈয়াছড়ার শামসুল আলমের ছেলে একরামুল হক (২৭), একই এলাকার মো. মনসুরের ছেলে মো. ইসমাইল হোসেন তুহিন (২৩), রবিউল হোসেনের ছেলে মো. ওমর ফারুক (২৪), বদিউল আলমের ছেলে কলিম উদ্দিন প্রকাশ কালো ধন (৪২), মৃত রহিম উল্লার ছেলে মো. জামিল হোসেন প্রকাশ জেবল (৩৬), মৃত আমিনুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন প্রকাশ আক্তার(৩৫), নুরুল মোস্তফার ছেলে আরিফুল ইসলাম প্রকাশ রিমন(২৭), আবুল কালামের ছেলে মো. সাদিক হোসেন (২২) ড্রাইভার, নুরুল আফসারের ছেলে খাইরুল ইসলাম (২৯), পৌরসভার বটতলের মৃত ওমর ফারুখের ছেলে মো. এমরান হোসেন (২৭), হাইকান্দি ইউপির তুলাবাড়িয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে জাহাঙ্গীর আলম আজাদ (৪৫),।
এসময় তাদের কাছ থেকে দুইটি চাকু, একটি স্টিলের ফোল্ডিং কাঁচি, ১টি ছোরাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও দস্যুতার ২৩ টি মামলা রয়েছে।