মিয়ানমার জলসীমা থেকে ১৯ ট্রলারসহ ১২২ জন জেলে আটক

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি :

 

আইন অমান্য করে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূণ্যরেখা পার হয়ে মাছ ধরার দায়ে ১৯ ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

 

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে মাছ ধরছিল।

 

এ তথ্যের ভিত্তিতে শুক্রবার শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার-৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ২৯ জন এবং রোহিঙ্গা ৯৩ জন জেলে রয়েছেন।

 

কোস্ট গার্ড জানায়, নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টী আরাকান আর্মির দস্যুতা থেকে জেলেদের রক্ষা করতে এ অভিযান চালানো হয়। এছাড়া বাংলাদেশ থেকে মাছ ধরতে যাওয়া জেলেদের বারবার সতর্ক করার পরও তারা জলসীমার শূণ্যরেখা পার করে মিয়ানার অংশে চলে যায়। ফলে আরাকান আর্মির দস্যুতার কবলে পড়ে। তাই জেলেদের সতর্ক করার জন্য অভিযান চালানো হয়েছে।

 

আটক জেলেরা এবং জব্দকৃত বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।