নিজস্ব প্রতিবদেক :
মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের অদূরে বঙ্গোসাগর থেকে বিপুল পরিমান খাদ্য সমগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে অভিযান চালিয়ে খাদ্য সমগ্রীসহ পাচারকারীদের আটক করা হয়। তবে শনিবার ২০ সেপ্টেম্বর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে ঢুকবে এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১ টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান। অভিযানে একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ১০ হাজার কেজি ডাল, ১ লক্ষ ৫০ হাজার পিস মশার কয়েল, ২ হাজার ৫০০ কেজি রসুন, ১, হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস, ২ হাজার ৫০০ কেজি পেঁয়াজ পাচার করা হচ্ছিল। এ সময় ১০ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, এ সব খাদ্য পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবাসহ মাদক নিয়ে আসা হয় বাংলাদেশে।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় কোস্ট গার্ড।