মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ইউরিয়া সারসহ বোট জব্দ

কক্সবাজার

 

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ একটি ফিশিং বোট জব্দ করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ২টার দিকে কোস্টগার্ড স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজার থানাধীন লাবণী বীচ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ টাকা মূল্যের ২৭০ বস্তা সিমেন্ট ও ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।