কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৮ জনকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র ট্রলারে করে সাগরপথে অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাতে বিজিবির টহল দল টেকনাফ মেরিন ড্রাইভের রাজারছড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন ঝোপঝাড়ে অবস্থান নেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের ট্রলারে তোলার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ট্রলার তল্লাশি চালিয়ে ১৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. তারেক নামে একজন হত্যা মামলার আসামি থাকায় তাকে গ্রেপ্তার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মো. তারেক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল ঘোনা পাড়ার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, উন্নত জীবন, ভালো চাকরি ও বেশি আয়ের প্রলোভন দেখিয়ে মানবপাচার চক্রটি ভুক্তভোগীদের ফাঁদে ফেলে সাগরপথে বিদেশে পাচারের চেষ্টা করছিল। চক্রটির সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত প্রতিনিধিরাও জড়িত রয়েছে।
অপরাধ দমনে বিজিবির ধারাবাহিক নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।












